বগুড়ার সদরে চোর সন্দেহে জয় (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জয় শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।
আরও পড়ুন: যানজট সৃষ্টির প্রতিবাদ করায় সিএনজিচালককে পিটিয়ে হত্যা
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মন্টুর বাড়িতে ঢোকে জয়। এ সময় চোর ঢুকেছে সন্দেহে মন্টু চিৎকার করলে তার বড় ভাই আশরাফুল ঘর থেকে বের হয়ে আসেন। লোকজন দেখে ভয় পেয়ে জয় প্রাণ বাঁচাতে ওই বাড়ির কাঁঠাল গাছে উঠে পড়ে। পরে গাছ থেকে জয়কে নামিয়ে তাকে দুই ভাই মিলে মারধর করেন।
এরই মধ্যে চোর ধরা পড়ার খবরে গ্রামের আরও লোকজন সেখানে জড়ো হয়ে ওই কিশোরকে মারধর করে। এতে রাত ১০টার দিকে মন্টুর বাড়িতেই ওই কিশোরের মৃত্যু হয়।
এদিকে তার মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে এর আগেই পালিয়ে গেছেন মন্টু ও আশরাফুল। পরে খবর পেয়ে পুলিশ লাশ নিয়ে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘চোর সন্দেহে জয় নামের ওই কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: নওগাঁয় ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২
লক্ষ্মীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ