বগুড়ার গাবতলীতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বুধবার রাতে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন।
নিহত নাজিম উদ্দিন (২০) গাবতলী উপজেলার তরফ সরতাজ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে ও তরফসরতাজ সিনিয়র ফাজিল মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।
আরও পড়ুন: চট্টগ্রামে পুত্রবধূর ‘ছুরিকাঘাতে’ আহত শাশুড়ির মৃত্যু
স্থানীয়দের বরাত দিয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, কয়েকদিন আগে স্থানীয় দাঁড়াইল বাজারে পূর্ব বিরোধের জের ধরে কয়েক জন যুবকের সঙ্গে নাজিমের হাতাহাতি হয়। বুধবার সন্ধ্যা ৭টার দিকে নাজিম দাঁড়াইল বাজারে গেলে ওই যুবকরা নাজিমকে একা পেয়ে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে নাজিম উদ্দিন মারা যান।
আরও পড়ুন: বগুড়ায় যৌতুক নিয়ে বিরোধে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন
ওসি জানান, এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে।