বগুড়ার কাহালুতে গাছের সঙ্গে প্রাইভেটকারের (পাজেরো জীপ) ধাক্কায় অলিউর রহমান আলিফ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার রাতে বগুড়ার তিন মাথা-কাহালু সড়কের শীতলাই ক্লাবঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, পরিবারের দাবি হত্যা
নিহত আলিফ বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেন এলাকার মরহুম আব্দুল মান্নানের ছেলে। তিনি বগুড়া সদরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছেন।
এ ঘটনায় আহত চারজন হলেন- চালক রাসেল, সোহান, আতাউর ও রিক্তা।
এ বিষয়ে বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, আলিফ তার নিজের পাজেরো জিপ নিয়ে রাতে কাহালু থেকে বাড়ি ফিরছিলেন। গাড়িটি রাত সোয়া ১১টার দিকে শীতলাই এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
তিনি আরও জানান, আহত চারজনের মধ্যে আলিফ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোহান এখনো সংজ্ঞাহীন। দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই দফা জানাজা শেষে দাফন করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত
এদিকে, শনিবার সকাল সাড়ে ৯টায় বগুড়ার সদর উপজেলার পালশা এলাকায় ট্রাকচাপায় মোকাদ্দেছ হোসেন (২৫) নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী নিহত ও একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি মোকাদ্দেছ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছোট ডাঙ্গাপাড়ার সোহরাব আলীর ছেলে। এছাড়া এ ঘটনায় আহত ব্যক্তিটির নাম ইমরান। জানা গেছে, মোকাদ্দাছ মোটরসাইকেল যোগে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন।
বগুড়ার সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, আহতকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩