বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় রবিবার কলেজছাত্র সহ দুইজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, রবিবার বেলা ১১ টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে বাসের ধাক্কায় পলিটেকনিক ছাত্র ফুয়াদ হোসেন (২০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী কাইয়্যুম হাসান (২০)।
নিহত ফুয়াদ হোসেন বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের গোকুল উত্তরপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি বেসরকারি পলিটেকনিক টিএমএসএস’এর ইলেক্ট্রনিক বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
আহত কাইয়্যুম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই ) মন্তাজ আলী।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
তিনি বলেন, ‘ফুয়াদ ও তার বন্ধু মোটরসাইকেলে বগুড়া শহর থেকে মহাস্থানের দিকে যাচ্ছিলেন। এ সময় বাঘোপাড়া বন্দরে রংপুর থেকে আসা অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মহাসড়কে ছিপকে পড়েন ফাহিম ও কাইয়্যুম। স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফুয়াদকে মৃত ঘোষণা করেন।’
ফুয়াদের বাবা আব্দুল হান্নান বলেন, ‘আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। এবারই আমার ছেলে পড়াশোনা শেষ করতো। ছেলে নিয়ে অনেক স্বপ্ন ছিল। সব শেষ হয়ে গেল।’
এদিকে বগুড়া-নওগাঁ সড়কের কাহালু উপজেলার বিবির পুকুর বাস স্ট্যান্ডের ২শ’ গজ পশ্চিমে শনিবার ট্রাকের ধাক্কায় আফরোজা বিবি (৩৮) নামের এক নারী নিহত হয়েছেন।
আরও পড়ুন: বরগুনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
তিনি কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের লোহাজাল গ্রামের আব্দুস সোবহানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আফরোজা ভোরে প্রতিদিনের মতো সকালে ফুটপাতে হাটা-হাটি করছিলেন। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী গম বোঝাই একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আফরোজা মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে বগুড়া শজিমেক হাসপাতাল নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঘাতক ট্রাকটি দূর্ঘটনাস্থলে পড়ে থাকলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।