বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি বাগেরহাটের সুন্দরবনের মধ্যে দিয়ে তিন ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকালে জোয়ারের সময় সুন্দরবনের বিভিন্ন অংশে পানি প্রবেশ করতে থাকে। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রসহ বনের বিভিন্ন এলাকায় জোয়ারের পানি উঠে যায়। ভাটার সময় কিছু অংশের পানি নেমে গেলেও বনের নিচু এলাকায় পানি জমে রয়েছে।
বন বিভাগ বলছে, গত তিনদিনে জোয়ারের তূলনায় শুক্রবার সুন্দরবনের মধ্য দিয়ে বেশি পরিমাণ পানি প্রবাহিত হতে দেখা গেছে। তবে বন্যপ্রাণীর কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এছাড়া বাগেরহাটের পশুর, পানগুছি, বলেশ্বর, ভৈরব ও দড়াটানাসহ বিভিন্ন নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারে বাগেরহাটের নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে। তবে ভাটার সময় আবার অনেক অংশের পানি নেমে গেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চারদিন ধরে বাগেরহাটের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সেই সঙ্গে পূর্ণিমার প্রভাবে পানি আরও বৃদ্ধি পেয়েছে।
সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, সুন্দরবনের মধ্যে নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। আড়াই থেকে তিন ফুট উচ্চতায় বনের মধ্যে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে বনের মধ্যে বিভিন্ন এলাকায় হাটা পথ পানিতে ডুবে গেছে। তবে এখনও পর্যন্ত বন্যপ্রাণীর কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপ: সুন্দরবনে আড়াই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে