রাজধানীর বনানীতে ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১৫ মে) ভোরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সড়কের কাজ করার সময় রাস্তা বন্ধ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন (৪০) ময়মনসিংহ সদর উপজেলার মৃত আব্দুল জব্বারের ছেলে।
আরও পড়ুন: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত
জানা গেছে, তার স্ত্রী ঝর্ণা তাদের দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি থাকেন। নুরুল কাজের সুবাদে খিলক্ষেত এলাকায় থাকতেন।
স্থানীয়রা জানায়, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত নুরুলকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত শ্রমিক স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. বাচ্চু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
নাটোরে কৃষকের বুদ্ধিমত্তায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাবান্ধা এক্সপ্রেস