নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় বন্যার পানিতে পড়ে আঠারো মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালিহালা গ্রামের রবিউল আওয়াল নামক ওই শিশুর মৃত্যু হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিহালা গ্রামের মোঃ হৃদয় মিয়ার আঠারো মাসের শিশু পুত্র রবিউল শনিবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন শিশু রবিউলকে বাড়ির আঙ্গিনায় দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করে।
আরও পড়ুন: খুলনায় চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ
অনেক খুঁজাখুঁজির পর বাড়ির পূর্ব দিকের জমিতে বন্যায় প্লাবিত পানিতে নিখোঁজ শিশু রবিউলেকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পবিবারের লোকজন রবিউলকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ খানের সাথে যোগাযোগ করলে তিনি বন্যার পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: পরিবহন ধর্মঘটে শিশু মৃত্যুর ঘটনায় মামলা
তিনি বলেন, ‘মৃতের পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।’