চট্টগ্রামের কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে তিন মাস বয়সী মো. আরমান জাওয়াদ নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় লাশ নিয়ে সড়ক অবরোধ করেছে এলাকার লোকজন। হামলায় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা।
শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বড় উঠান (৫ নম্বর ওয়ার্ড) শাহমীরপুর জমাদার পাড়ায় ঘটনাটি ঘটে।
এ ঘটনার প্রতিবাদে নিহত শিশুটির লাশ নিয়ে আজ (শনিবার) ভোর ৬টা থেকে পিএবি সড়ক দৌলতপুর স্কুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। হাতি সমস্যা নিরসনের দাবিতে এলাকাবাসীর অবরোধে দুপুর ২টা পর্যন্ত পিএবি সড়কে হয়ে বন্ধ থাকে। এ সময় আশপাশের সড়কগুলোতেও যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় কেপিজেডের হাজার হাজার কর্মচারীর।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বিক্ষোভকারীদের দাবি, হাতির সমস্যার সমাধান যতক্ষণ পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তা থেকে সরবেন না।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. ওয়াসিম আকরাম বলেন, ‘বন বিভাগ, হাতির আক্রমণ বন্ধে স্থায়ী সমাধানের পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না। হাতির আক্রমণে একের পর এক মানুষ প্রাণ হারালেও কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’