বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সিসি ক্যামেরার ফুটেজ না দেয়ায় এক দোকান মালিককে মারধর করার অভিযোগ উঠেছে।
শনিবার (১১ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জিনিয়াস বিজনেস সেন্টারের এক দোকানে এই ঘটনা ঘটে।
দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মঞ্জু ও শিহাব৷
আরও পড়ুন: চট্টগ্রামে ২ ওসিকে মারধরের ঘটনায় ৩ আনসার ও এক ওসি প্রত্যাহার
হামলার শিকার দোকানদার শাহ আলম জানান, ‘সন্ধ্যার দিকে হঠাৎ দুইজন ছেলে আমার কাছে এসে তাদের মালামাল হারিয়ে গিয়েছে বলে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চায়। এ সময় আইনের লোক ছাড়া সিসি টিভি ফুটেজ দেখানো যাবে না জানালে তারা দুইজন আমার ওপরে হামলা করে। এদের আমি চিনিও না। কিন্তু হঠাৎ কেন এমন হামলা বুঝতে পারছি না।’
এ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জু বলেন, ‘আমার একটা সাউন্ড বক্স হারিয়ে গিয়েছে। সেই জিনিসটা এই দোকানের আশেপাশে রেখেছি মনে পড়ায় সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাই। তখন আমাদের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে। কিন্তু মারামারির তেমন কোনো ঘটনা ঘটেনি। পরে আমি দোকানদারের কাছে ক্ষমা চেয়েছি।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না৷ ক্যাম্পাসের বাইরের ঘটনা, সব থেকে ভালো হয় ভুক্তভোগী আইনি ব্যবস্থা নিলে৷ তারপরও আমাদের কাছে অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, এ বিষয়ে ভুক্তভোগী এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি৷ অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো৷