বুধবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন, তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
নিহত হয়েছেন বরিশাল নগরীর বিএম কলেজ রোড এলাকার বসাবাস করা সিএনজি চালক রানা ও মাহফুজা।
আরও পড়ুন: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
আহতরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার কালকি গ্রাম ফার্মেসি ব্যবসায়ী সাইদুল ইসলাম ও তার স্ত্রী রোকসানা বেগম, তিনি নিহত মাহফুজার বোন।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে চালক রানা মারা গেছেন। বাকি দুইজনের অবস্থাও সংকটাপন্ন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। তবে দুটি গাড়িই পুলিশি হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: বন্ধুর জন্য মোটরসাইকেল কিনে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
আহত রোকসানা বলেন, বুকে ব্যথা অনুভব করায় সন্ধ্যায় বরিশালে ডাক্তার দেখাতে এসেছিলেন। ফিরে যাওয়ার সময়ে দুর্ঘটনা ঘটে।
খানাখন্দের রাস্তা ও গাড়ির বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অনেকবার বলেছি আস্তে চালাতে। কিন্তু সিএনজি চালক কোনো কথা শোনেনি। ভাঙা রাস্তায় দ্রুত চালাচ্ছিল।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
আহত সাইদুল বলেন, পটুয়াখালীর দিক থেকে পিকআপ ভ্যানটি আসছিল। সেটির গতিও বেপরোয়া ছিল। কি হলো বুঝতে পারলাম না। আমাদের সব শেষ হয়ে গেল। তবে মাহফুজা কোনো কথা বলতে পারেননি।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কোতয়ালী থানা পুলিশের এসআই নাজমুল হুদা বলেন, গুরুতর আহত তিনজনের মধ্যে সাইদুলের ডান হাত ও ডান পা, তার স্ত্রী রোকসানার দুই পা ও শ্যালিকা মাহফুজার বাম পা ও হাত ভেঙে গেছে। এদের মধ্যে দুজনের অবস্থাই গুরুতর। অবস্থা সংকটাপন্ন হওয়ায় রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পথে মাওয়া ফেরিঘাটে মাহফুজা মারা যান।
আরও পড়ুন: মগবাজারে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
এ দিকে, রাত পৌনে ১০টার দিকে বরিশাল সিটি করপোরেশনের রূপাতলী পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মধ্যে সংর্ঘষ ঘটে। এতে পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কোতয়ালী থানার এসআই সুলতান। তিনি জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।
আরও পড়ুন: জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৪: আরএসএফ
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশনের উপসহকারী পরিচালক বেলাল উদ্দিন জানান, আহতদের মধ্যে তিনজন বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত
বন্ধুর জন্য মোটরসাইকেল কিনে ফেরার পথে দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত