ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস নিশান পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানাধীন রহমতপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে মোটরসাইকেল চালক আনোয়ার গাজী (৪০) ঘটনাস্থলে নিহত ও মোটরসাইকেলের যাত্রী সেনা সদস্য ইসমাইল হোসেন গুরুতর আহত হয়।
বরিশাল এয়ারপোর্ট থানার এসআই মো. আ. হালিম বলেন, মাদারীপুর থেকে বরিশালগামী নিশান পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশাল থেকে উজিরপুরগামী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেল চালক আনোয়ার গাজীর। মোটরসাইকেলের যাত্রী সেনাবাহিনীর সদস্য ইসমাইল হোসেনকে আহত অবস্থায় প্রথমে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তার অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।
নিহত আনোয়ার গাজীর লাশ বরিশাল মর্গে নিয়ে আসা হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে থাকলেও চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।