রাজধানীতে তেলাপোকা মারার উদ্দেশ্যে প্রয়োগ করা ‘কীটনাশকের বিষক্রিয়ায়’ দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ৫ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
নিহত শিশুরা হলো- শায়েন মোবারাত জাহিন (১৫) ও তার ছোট ভাই শাহিল মোবারাত জোহান (৯)। তারা মোবারক হোসেন ও শারমিন জাহান লিমা দম্পতির সন্তান।
আরও পড়ুন: রাজধানীর বসুন্ধরায় কীটনাশক বিষ প্রয়োগের পর অসুস্থ হয়ে ৯ ও ১৫ বছর বয়সী দুই ভাইয়ের মৃত্যু
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তার টিটু মোল্লা ওই পেস্টকন্ট্রোল সার্ভিসের কর্মচারী। তিনি শুক্রবার ভুক্তভোগীদের বাড়িতে কীটনাশক স্প্রে করেছিলেন।
তিনি জানান, সোমবার বিকালে নিহতের বাবা মোবারক হোসেন তুষার তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
ওসি আরও জানান, আমরা গ্রেপ্তার হওয়া টিটু মোল্লাকে জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদের পর আসামির সংখ্যা বাড়তে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার বসুন্ধরার ১ নম্বর ব্লকে তাদের নতুন বাড়িতে একটি পেস্টকন্ট্রোল সার্ভিসের কর্মীরা কীটনাশক স্প্রে করেন। কীটনাশক ব্যবহার করায় পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে একদিন বাইরে অবস্থান করে।
রবিবার পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসার পর কীটনাশকের বিষক্রিয়ার গন্ধে অসুস্থ হয়ে পড়ে এবং তাদের দ্রুত ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ বছর বয়সী জোহান রবিবার সকালে মারা যায় এবং ১৫ বছর বয়সী জাহিন রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।