বাগেরহাটের মোরেলগঞ্জে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জেলার আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার মেম্বর ব্রিজের কাছে ওই দুর্ঘটনা ঘটে। আহত ৪ জনকে উদ্ধার করে খুলনা ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।
নিহত ২ মোটরসাইকেল আরোহী হলেন- বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভাধীন উত্তর সরালিয়া এলাকার সালাম বেপারীর ছেলে এনামুল বেপারী (২৪) এবং মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন এলাকার রহুল আমিন হাওলাদারের ছেলে রাকিবুল হাওলাদার (২০)।
আহতরা হলেন- রমজান হাওলাদার (২৪), দেবাশিষ (২১), তাজিম (২২) এবং রহিম (২৪)।
আরও পড়ুন: বাগেরহাটে মায়ের সঙ্গে গোসলে নেমে পুকুরে ‘ডুবে’ শিশুর মৃত্যু
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক বাবুল আকতার জানান, শরণখোলা থেকে একটি মোটরসাইকেল মোড়েলগঞ্জে আসছিল। পথে আঞ্চলিক মহাসড়কের সিআরসি ও মেম্বর ব্রিজের মধ্যবর্তী এলাকায় মোরেলগঞ্জ থেকে শরণখোলা অভিমুখে ছেড়ে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দু’টি মোটরসাইকেলে ৬জন আরোহী ছিলেন।
তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থলে এনামুল বেপারী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় রাকিবুলকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দু’টি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত