রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতিবেশীর লাশ সৎকার করতে গিয়ে বজ্রপাতের আঘাতে যতিশ বিকাশ চাকমা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামে এই ঘটনা ঘটে।
বিকাশ চাকমা মধ্যম পাবলাখালী গ্রামের মৃত বর্ষা বিকাশ চাকমার ছেলে।
খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিবেশী দেবি চাকমা অসুস্থতা জনিত কারণে সকালে মারা গেলে দুপুরে বাড়ির পাশে সশ্মানে গ্রামবাসী তাকে সৎকার করতে নিয়ে যায়। পরে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সে দৌড়ে একটি গাছের গোড়ায় আশ্রয় নিলে সেখানে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত যতিশ বিকাশ চাকমার পরিবারকে আর্থিক সহায়তা করা হবে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত
বজ্রপাতে মৃত্যু কমাতে ৩ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী