নড়াইলে বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে বৈদুতিক খুটির সঙ্গে ধাক্কা লেগে এক মাদরাসাছাত্র নিহত এবং তার দুই সহপাঠী আহত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে কালিয়া উপজেলার চাচুড়ী-শিংগাশোলপুর সড়কে রঘুনাথপুর গ্রামে ঘটেছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রমিম শেখ (১৫) উপজেলার আমতলা গ্রামের সিরাজ শেখের ছেলে ও ফুলদাহ আলিয়া মাদরাসার ছাত্র।
আহতরা হলো- উপজেলার চাচুড়ী গ্রামের তরিকুল মুন্সির ছেলে অন্তর মুন্সি (১৬) ও কদমতলা গ্রামের আকিবর বিশ্বাসের ছেলে রাহুল বিশ্বাস (১৭)।
আরও পড়ুন: জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ২ মাদরাসা ছাত্র নিহত
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জানান, শুক্রবার রাত ৮টার দিকে রমিম তার বাবার মোটরসাইকেলে করে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। তারা সড়কে রঘুনাথপুর পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লাগে। এই সময় রমিম ও তার দুই বন্ধু গুরুতর আহত হন।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় মাদরাসা ছাত্র নিহত
স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রমিমকে মৃত ঘোষণা করেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।