বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৩ কেজি ১৬০ গ্রাম ওজনের ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় দু’জনকে আটক করা হয়। বুধবার ভোর রাতে পুটখালি ও মালিপোতা সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন-পুটখালী ইউনিয়নের ইসমাইল সর্দারের ছেলে আঁশা সর্দার (২৮) ও মৃত কালাম হোসেনের ছেলে সোহানুর রহমান বিশাল (২৭)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৬টি স্বর্ণের বারসহ নারী আটক
উদ্ধার হওয়া বারের মধ্যে ৪৯ বর্ডার গার্ড পরিত্যক্ত অবস্থায় দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস এবং ২১ বর্ডার গার্ডে এক কেজি ৬০ গ্রাম ওজনের একটি বার রয়েছে।
আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে প্রায় সাড়ে আট কোটি টাকার স্বর্ণের বার জব্দ
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতের বিপুর পরিমাণ স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার মালিপোতা সীমান্ত থেকে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ নিরাপত্তারক্ষী আটক
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, বিএসবির (গোয়েন্দা) গোপন তথ্যে খবর পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালায়। পরে সোহানুর রহমান বিশাল ও আঁশা সর্দার নামে দুজনের কাছ থেকে এক কেজি ৬০ গ্রাম ওজনের এক পিস স্বর্ণের বার উদ্ধার এবং তাদের আটক করা হয়।