যশোরের বেনাপোল সীমান্ত থেকে মিলন হোসেন ও শাহজামাল নামে দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১৪ স্বর্ণের বার জব্দ, ৪ পাচারকারী আটক
যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান বলেন, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ণ পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়।
তিনি আরও বলেন, পরে এই দুই পাচারকারীদের দেহ তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন ২ কেজি ১০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
এছাড়া জব্দ করা স্বর্নেরবারগুলো শার্শা থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ৩০ স্বর্ণের বার জব্দ