বেনাপোলের গোগা সীমান্ত এলাকায় ১০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটকের দাবি করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। মঙ্গলবার সকাল ৯টার দিকে গোগা সীমান্তের গাজীপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক সাকিব হোসেন (১৮) গোগা গ্রামের মৃত কালাম হোসেনের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোগা সীমান্তের গাজীপাড়া এলাকায় বিজিবির একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার হাতে থাকা সারের ব্যাগে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।
জব্দকৃত স্বর্ণের ওজন এক কেজি ২৩৩ গ্রাম। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা।
তিনি আরও জানান, স্বর্ণের পাচার রোধে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২