গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদের কাউয়াবাধা এলাকায় ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে কামরুল ইসলাম নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৪ মে) ডাক্তার দেখানোর জন্য নৌকা করে বাড়ি থেকে বালাসীঘাটে যাওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এদিকে নিখোঁজ হওয়ার সাড়ে ৬ ঘণ্টা পরেও কামরুল ইসলাম নামের যুবককে উদ্ধার করা যায়নি।
আরও পড়ুন: চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি
স্থানীয় লোকজন ছাড়াও রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবরি দল তাকে উদ্ধার অভিযান চালিয়েছে।
নিখোঁজ কামরুল ইসলামের বাড়ি ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিযনের হরিচন্ডি গ্রামে। তিনি ওই গ্রামের রমজান আলীর ছেলে।
নিখোঁজ কামরুল ইসলামের মামা নুরুন্নবী মিয়া বলেন, কামরুলের সঙ্গে নৌকায় ছিলাম। কিন্তু হঠাৎ করে কামরুল নৌকা থেকে পড়ে নদীতে ডুবে নিখোঁজ হয়। কামরুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ। ডাক্তার দেখানোর জন্য নৌকা যোগে বাড়ি থেকে বালাসীঘাটে আসার পথেই এ দুর্ঘটনা ঘটে।
ফুলছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কাজল মিয়া বলেন, নিখোঁজ কামরুলকে উদ্ধারে ব্রম্মপুত্র নদে ফুলছড়ি ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, থানা পুলিশ ও রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে নদীর পানি ১৫ থেকে ২০ ফুট গভীরতা রয়েছে। সেইসঙ্গে নদীতে অনেক স্রোত রয়েছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে স্রোতের পানিতে লাশ অনেক দূরে ভেসে গেছে। এ কারণে তাকে উদ্ধারে অনেক বেগ পেতে হচ্ছে।
শেষ পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় বিকেল ৪টার দিকে উদ্ধার অভিযান শেষ করেছেন বলে জানান ফায়ার সার্ভিসের কাজল মিয়া।
আরও পড়ুন: কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের নিখোঁজ সংসদ সদস্যের লাশ উদ্ধার, প্রধানমন্ত্রীর শোক
ইরানের পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত, এখনো নিখোঁজ ইরানের প্রেসিডেন্ট