ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিভিন্ন জায়গায় গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মের অভিযোগ পাওয়ার পর গতকাল শনিবার (২৩ মার্চ) মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম অভিযান পরিচালনা করেন।
এ সময় পৌরসভার নারায়ণপুরে গ্যাস সিলিন্ডারের ডিলার মেসার্স আনোয়ার ট্রেডার্সকে ক্রেতাদের কাছে রশিদ সরবরাহ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অনিয়মের অভিযোগে ২ ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
বসুন্ধরা গ্যাসের ডিলার মেসার্স মাহাদী এন্টারপ্রাইজ বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স দেখাতে না পারায় সাময়িক বন্ধ রাখা হয়েছে।
এছাড়া, অধিক মূল্যে সিলিন্ডার বিক্রির দায়ে আরেক খুচরা বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ছাড়া খোলা দোকানে ঝুঁকিপূর্ণ পরিবেশে গ্যাস সিলিন্ডার বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
আরও পড়ুন: শিশু খাদ্যে কেমিক্যাল পাওয়ায় চাঁদপুরে ব্যবসায়ীর জরিমানা
যশোরে জেলি ভরা ৩৪০ কেজি চিংড়ি জব্দ, দুই বাস মালিককে জরিমানা