ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে গৌরনদী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ডাকাত দলের সর্দার বরগুনার দেলোয়ার হোসেন দিলু (৪৭) তার সহযোগী বরিশালের রবিউল ইসলাম পারভেজ (২০), পটুয়াখালীর মোতালেব মীরা পনু (৩৯), বরগুনার হারুন ওরফে তৈয়ব আলী (৫৩) ও একই এলাকার আমিনুল ফকির (২৪), পটুয়াখালীর ছগির সিকদার সবুজ (২৫) এবং ডাকাতিকালে লুন্ঠিত স্বর্ণালংকার কেনাবেচার সহযোগী নোয়াখালীর শাহীন আলম (৩১) ।
বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
আরও পড়ুন: বরিশালে বাসচাপায় নিহত ২
তিনি জানান, গৌরনদী থানাধীন কেফায়েতনগর এলাকার একটি বসত বাড়িতে গত ১১ জুন মধ্যরাতে ডাকাতদল হানা দেয়। এসময় তারা বাড়ির জানালার গ্রিল কেটে ওই ঘরের মধ্যে প্রবেশ করে এবং বাড়ির সকল সদস্যর হাত-পা ও মুখ কাপড়ের ওড়না দিয়ে বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে স্বর্নালংকার ও মোবাইল ফোন, এবং নগদ টাকা লুন্ঠন করে। পরবর্তীতে এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা তানিয়া বেগম বাদী হয়ে গৌরনদী থানায় একটি মামলা করেন।
মামলার সূত্র ধরে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো হেলাল উদ্দিনের নেতৃত্বে গৌরনদী থানা পুলিশের একটি টিম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করে।
দু’জন ডাকাত সদস্য ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ সুপার জানিয়েছেন।
আরও পড়ুন: বরিশাল বোর্ডে অনুপস্থিত ৯০৭ পরীক্ষার্থী,বহিষ্কার ৬