বরিশালের মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এক আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী কার্যালয় ও তার সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুরে উলানিয়ার কালিগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সেন্টু মাঝি বলেন,‘তারেক সরদারের ২০০ লোক রামদা ও লাঠিসোটাসহ কালীগঞ্জ বাজারে প্রবেশ করলে লোকজন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে। তারা মিলন চৌধুরীর নির্বাচনী অফিস ভাঙচুর করেছে। আমার দোকানের ফল লুটসহ আমাকে মারধর করেছে।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মিলন চৌধুরী জানান, তারেক সরদারের নেতৃত্বে তার অনুসারীরা বৃহস্পতিবার সকালে ভোলা থেকে ট্রলারে উলানিয়ায় প্রবেশ করে। ফেরার পথে কালিগঞ্জ বাজারে তার নির্বাচনী কার্যালয় এবং সমর্থক মানিক মাঝির বসতঘর ও সেন্টু মাঝির ফলের দোকান ভাংচুর করেছে তারা।
অভিযুক্ত তারেক সর্দারের মামা হাবিবুর রহমান লিটন বলেন, তারেক সরদার হামলা করেনি। তারেকের ওপর হামলা করেছে মিলন চৌধুরীর লোকজন। এখন মিথ্যা বলছে সাংবাদিকদের কাছে। তারেক অনেকদিন পর এলাকায় এসেছে। তাই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে তার লোকজন।
মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। কারও নির্বাচনী কার্যালয় বা ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের খবর আমার কাছে নেই। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
প্রসঙ্গত, উত্তর ও দক্ষিণ উলানিয়ার নির্বাচনের দিন নির্ধারিত ছিল ২০২০ সালের ১০ ডিসেম্বর। তবে দুই পক্ষের দ্বন্দ্ব থেকে একাধিক সংঘর্ষের কারণে ৬ ডিসেম্বর নির্বাচন স্থগিত করা হয়।
আরও পড়ুন: নাচোলে আ’লীগের দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি