ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময়সাতক্ষীরা সীমান্ত থেকেচার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাতে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: সীমান্তে আটক ১৫ জন বাংলাদেশি বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন
আটককৃতরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের রহমান উজিয়া কাগুজির ছেলে মো. আজগর আলী (৪৫), তার স্ত্রী রুবিয়া বিবি (৩৫), আজগর আলীর কন্যা আফরোজা খাতুন (১৫) ও আশা খাতুন (৭)।
সাতক্ষীরা ৩৩ বিজিবি-র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসার সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে গোপন সংবাদের ভিত্তিতে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এ সময় অভিযানে নেতৃত্ব দেন তলুইগাছা বিওপি-র টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সবুর। মামলা দিয়ে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ থাকবে ১৪ দিন: পররাষ্ট্রমন্ত্রী
সীমান্ত সুরক্ষা ও মানব পাচাররোধে বিজিবি-র অভিযান অব্যাহত থাকবে বলে আরো জানান বিজিবি-র এই অধিনায়ক।