নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচরে লেকের পানিতে ডুবে দুই সহোদরসহ তিন রোহিঙ্গা শরণার্থী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় আশ্রয়ণ প্রকল্প-৩ এর চেয়ারম্যান দীঘি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মৃত ৩ রোহিঙ্গা শিশু হলো, ৫৪ নং ক্লাস্টারের বি-৯/১০ নং কক্ষের দলিলুর রহমানের ছেলে মো. জামাল হোসেন (৯) ও মো. আনিসুর রহমান আনিস (৬) এবং একই ক্লাস্টার ও বি-১১/১২ নং কক্ষের মো. আব্দুর সবুরের ছেলে মো. হাফসা (৫)।
আরও পড়ুন: চট্টগ্রামে ৭৪ রোহিঙ্গা আটক
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বেলা ১১ টায় মো. জামাল হোসেন, মো. আনিসুর রহমান, মো. হাফসা ও মো. জুনায়েদ তাদের ক্লাস্টার থেকে বের হয়ে খেলতে গিয়ে চেয়ারম্যানের দীঘি নামক স্হানে লেকের পানিতে ডুবে যায়। এসময় মো. হাফসার বড় ভাই মো. জুনায়েদ দৌড়ে গিয়ে কাছে ক্লাস্টারের রোহিঙ্গাদের বললে, স্হানীয় রোহিঙ্গারা বেলা সাড়ে ১১ টায় মো. জামাল হোসেন, মো. আনিসুর রহমান, মো. হাফসা ও মো. জুনায়েদকে উদ্ধার করে স্হানীয় হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সাগরে নৌকাডুবি: ১১ রোহিঙ্গার লাশ উদ্ধার
ওসি আরও বলেন, মৃত তিন শিশুকে হাসপাতাল থেকে তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ৩ শিশুর ধর্মীয় নীতি অনুযায়ী দাফনের প্রস্তুতি চলছে। এছাড়া, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।