শনিবার ভোর রাতে মারা যাওয়া ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
মৃত ইউনুস হাওলাদারের বাড়ি দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। তিনি রূপালি ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজউদ্দিন জানান, গত বৃহস্পতিবার গুরুতর অসুস্থ অবস্থায় ইউনুস হাওলাদার নামের ওই বৃদ্ধ ভোলা সদর হাসপাতালে আসেন। তাৎক্ষণিকভাবে তাকে করোনা ইউনিটের আইসোলেশনে নেয়া হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। তবে এখনও রিপোর্ট পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ভোলায় এ পর্যন্ত ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদিকে ভোলা সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ২৭৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১ হাজার ৪৭৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এদের মধ্যে ১ হাজার ৪৭৬ জনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৭৬৮ জন।
অপরদিকে শুক্রবার বিকালে লক্ষ্মীপুর থেকে নদী পথে ভোলার ইলিশা ঘেটে আসা ৭ জন নারী, ৩ জন শিশুসহ ৪৬ জনকে স্থানীয় একটি মাদরাসায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া এ পর্যন্ত মোট পাঠানো ২৫৮ জনের নমুনার মধ্যে ২২৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে ২ জনের পজেটিভ ও বাকিদের নেগেটিভ ফলাফল এসেছে।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৪ হাজার ৬৮৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে সরকার।