মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় গোয়ালঘরের গবাদিপশু বাঁচাতে যেয়ে আগুনে পুড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মিরাজ মোল্লা (১৪) বাগবাড়িয়া গ্রামের ফয়জার মোল্লার ছেলে এবং চর গোয়াল পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: রাজধানীর তেজকুনিপাড়া বস্তিতে আগুন
প্রতিবেশিরা জানান, সোমবার রাত সাড়ে ৮টার সময় ফয়জার মোল্লার গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। গোয়ালঘরে গরু বাঁচানোর জন্য মিরাজ এগিয়ে আসলে আগুন তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এ সময় আগুনে পুড়ে তার মৃত্যু হয়।
এছাড়া গোয়ালঘরে থাকা একটি গরু, ছয়টি ছাগল পুড়ে মারা যায়। পরে আগুন বসতঘরে লেগে একটি ব্যাটারিচালিত ভ্যান, সাইকেল এবং ঘরে থাকা সকল আসবাবপত্র মুহূর্তের মধ্যে পুড়ে যায়।
প্রতিবেশিরা আরও জানান, ফয়জার মোল্লা সংসার খরচ চালানোর জন্য ঢাকাতে রিকশা চালায়। বাড়িতে আসলে সে ভ্যান চালাতো। এখনও সে ঢাকাতে আছে।
মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর উপ-সহকারী পরিচালক আলী সাজ্জাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
তিনি আরও জানান, প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: যারা রেললাইনে আগুন দিয়েছে তারা বহিরাগত: রাবির ভিসি