মাগুরায় মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সথে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।
সাজাপ্রাপ্ত এমদাদুল হক সোহাগ (৪৫) মাগুরা শহরের ইসলামপুর পাড়ার করিম মৌলভীর ছেলে।
মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছা. ফারজানা ইয়াসমিন সোমবার বিকালে এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢাবি ছাত্রী ধর্ষণ: মজনুর যাবজ্জীবন কারাদণ্ড
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ৬ ফেব্রুয়ারি মাগুরা শহরের পৌর সুপার মার্কেটের এমদাদ হোসেনের উডল্যান্ড সু স্টোর থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট খুরশিদ শাহারিয়ারের নেতৃত্বে ১০৭ বোতাল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত বাদী হয়ে মাগুরা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জ শিট দাখিল করে। সোমবার বিজ্ঞ বিচারক সাক্ষ্যপ্রমাণ শেষে এই রায় দেন।
আরও পড়ুন: ছাত্রী ধর্ষণ মামলায় বাগেরহাটে মাদরাসা সুপারের যাবজ্জীবন কারাদণ্ড