মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙা মহাসড়কে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টায় উপজেলার দওপাড়ার সূর্যনগর বাসস্টান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস ও একটি ট্রাকের সংঘর্ষ হলে বাসটি দুমরে মোচরে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
শিবচর উপজেলা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানায়, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে দওপাড়া এলাকার সূর্যনগর বাস্টান্ডের কাছে একটি ট্রাককে ধাক্বা দিলে বাসটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই বাসের ২ জন যাএী মারা যায় ও ১০ জন আহত হয়। পরে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। এছাড়া আহত ৫ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শিবচর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার শিকার বাসের যাত্রী বরিশালের বাকেরগঞ্জ থানার মাসুদ রানা জানায়, হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসটি দওপাড়ার সূর্যনগরের কাছে একটি ট্রাককে ওভারটেক করার সময় সজোরে ধাক্কা লাগলে বাসটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যায় ও ১০ জন আহত হয়। বাসে ৪২ জন যাএী ছিল এবং বাসটি দ্রুত যাচ্ছিল।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল জানান, আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্য থেকে আরও দুইজন মারা গেছেন।
আরও পড়ুন: মীরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত