কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ঐতিহ্যবাহী ঝাউদিয়া শাহী মসজিদে মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে স্থানীয় মুরাদ চৌধুরী ও আসাদ চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষে চলাকালে কবির (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার বিকেল ৪ টার দিকে ঝাউদিয়া শাহী মসজিদ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনায় বিবাদমান দুই গ্রুপের প্রধান মুরাদ চৌধুরী, আসাদ চৌধুরীসহ তিন জনকে আটক করেছে।
আরও পড়ুন: মাগুরায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, গত কয়েক দিন ধরে মসজিদের মানতের মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। শনিবার চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে কয়েকজন ঝাউদিয়া শাহী মসজিদে আসেন। তারা মানত হিসেবে মসজিদে একটি খাসি দেন। এই খাসির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে স্থানীয় আসাদ চৌধুরী ও মুরাদ চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষ ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে সংঘর্ষে কবির খান নামে এক যুবক নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস জানান, নিহত কবির হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন। সম্প্রতি তিনি বিদেশ থেকে এলাকায় এসেছিলেন।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ৭
প্রসঙ্গত মুঘল আমলে নির্মিত ঝাউদিয়া শাহী মসজিদ দেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কুষ্টিয়া জেলা সদরের ঝাউদিয়া এলাকায় মসজিদটি অবস্থিত। এখানে এসে খাস দিলে কোন কিছু চাইলে তা পূরণ হয় এ রকম প্রচারণা থেকে দর্শনার্থীদের অনেকেই নগদ টাকা-পয়সা, স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গরু-ছাগলসহ অনেক কিছুই মানত করে থাকেন। এই মানতের টাকা পয়সার ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে এর আগেও অনেক বার সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।