ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার (১১ নভেম্বর) সকালে ও বিকালে উপজেলার বড়দারোগাহাট ও ছোট কমলদহ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাক চালকের সহকারী ইউসুফ (৪২) ও মোটরসাইকেল আরোহী বাসু দেব (৩৬)।
স্থানীয়রা জানান, মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় চট্টগ্রামমুখী লেনে বিকাল ৪টায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বাসু দেব পাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। তিনি উপজেলার জোরারগঞ্জ খানাধীন দুর্গাপুর ইউনিয়নের উত্তর হাজীশ্বরাই গ্রামের বাবুল পালের ছেলে।
আরও পড়ুন: দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
এর আগে সকালে বড় দারোগার হাট এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে চালকের সহকারী ইফসুফ (৪২) নিহত হন। নিহতের লাশ গাড়িতে আটকে থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার করেন।
নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বড়দারোগাহাট এলাকায় সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় পেছনের ট্রাকের চালকের সহকারী ট্রাকের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করেন।
পৃথক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ছোট কমলদহ এলাকায় চট্টগ্রামমুখী লেনে বিকাল ৪টায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় বাসু দেব পাল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক ট্রাক চালকের সহকারী মো. ইফসুফ নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এছাড়া অজ্ঞাত গাড়ি চাপায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।