মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে এনামুল নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (৮ জানুয়ারি) মুক্তারপুর-শ্রীনগর সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- মোটরসাইকেলের চালক বিল্লাল হোসেন, অটোরিকশা যাত্রী ফিরোজ মিয়া ও আলমগীর হোসেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে এনামুল নামে এক কলেজছাত্র নিহত হন। এ সময় অটোরিকশাটি সড়কের পাশের খালে পড়ে গেলে গুরুতর আহত হয় যাত্রীরা। পরে তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা পাঠান।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা। তবে এখনও মামলা হয়নি।’