মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে ৩ জনের লাশ উদ্ধার করা হলো।
রবিবার (৮ অক্টোবর) ১০টার দিকে মেঘনা নদীর চরঝাপটা এলাকা থেকে নৌ-বাহিনীর উদ্ধারকারী দল লাশটি উদ্ধার করে। স্বজনরা লাশটি নিখোঁজ সাব্বিরের বলে শনাক্ত করেছেন।
আরও পড়ুন: ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
এর আগে রবিবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জান্নাতুল মাওয়া নামে ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
জান্নাতুল মাওয়া স্থানীয় মফিজুলের মেয়ে। জান্নাতুল ফেরদৌস সাফা (৩) নামে মফিজুলের আরেক মেয়ে এখনো নিখোঁজ।
সাব্বিরের ২ বছরের ছেলে ইমাতেরও খোঁজ মিলেনি। এর আগে শনিবার সকালে সুমনা আক্তার নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার হলো। আরও নিখোঁজ রয়েছে ২ শিশুসহ ৩ জন।
বৈরী আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যায় উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হলেও রবিবার সকাল ৬টা থেকে পূনরায় সমন্বিত উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিটিএ ও নৌপুলিশ।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের উপপরিচালক ওবায়দুল করিম জানান, উত্তাল মেঘনায় তীব্র স্রোত রয়েছে এবং পানির গভীরতা অনেক বেশি। এ কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।
আরও পড়ুন: কুমিল্লার মেঘনায় আ. লীগের ২ পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
চুয়াডাঙ্গায় বৈদ্যুতিক পিলারে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত, আহত ২