ভোলায় মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের লাশ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন এরশাদ (৩৫) ও আকবর (৩৫)। এদিকে মমিন নামে আরেক জেলে এখনও নিখোঁজ রয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, তাদের ডুবুরি দল তল্লাশি অভিযান চালানোর সময় চৌকিঘাটের পূর্ব দিক থেকে লাশ দুটি উদ্ধার করে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে ভোলার দৌলতখান উপজেলার চৌকিঘাট এলাকায় হাকিমুদ্দিনগামী লঞ্চ তাসরিফ-২ এর ধাক্কায় ৯ জেলেসহ ফিশিং ট্রলারটি ডুবে যায়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি: নিহত জেলে পরিবারকে ২০ হাজার টাকা প্রদান
উদ্ধার জেলেদের মধ্যে তিনজন আহত হয়েছেন।
দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রলার ডুবিতে নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু