মেহেরপুরের গাংনীতে নির্বাচনী সহিংসতায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতদের ভাই বেল্টু হোসেন বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে গাংনী থানায় সাবেক ইউপি সদস্য, এবার নির্বাচনে সদস্য প্রার্থী ও গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানকে এক নম্বর আসামি করে ৬৬ জনের নামে এই মামলা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহ আলম জানান, নিহতদের ভাই বেল্টু মিয়া বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেড়টার দিকে গাংনী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
গত ৮ নভেম্বর রবিবার সকালের দিকে কাথুলি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী আজমাইন হোসেন টুটুল পশ্চিমপাড়া এলাকায় ভোট চাইতে যান। ফিরে আসার সময় প্রতিপক্ষ মেম্বর প্রার্থী আতিয়ার রহমানসহ তার ভাই মহব্বত আলীর নেতৃত্বে আরও কয়েকজন তাকে ধরে নিয়ে মাঠের মধ্যে নিয়ে যাচ্ছিল। এসময় তারা আজমাইন হোসেন টুটুলকে কুপিয়ে মারাত্মক আহত করেন।
আরও পড়ুন: নির্বাচনী সহিংসতায় মেহেরপুরে সহোদর ‘খুন’
খবর পেয়ে টুটুলের মামাত ভাই সাহাদুল ইসলাম ও জাহারুল ইসলাম তাকে বাঁচাতে ছুটে যায়। সেখানেই জাহারুল ইসলাম ও সাহাদুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে বিপক্ষের লোকেরা।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে আগামীকাল বৃস্পতিবার গাংনী উপজেলার পাচঁটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কাথুলি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে বর্তমান সদস্য আজমাইন হোসেন টুটুল ও সাবেক সদস্য আতিয়ার রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আরও পড়ুন: মেহেরপুরে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩