ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজ হওয়ার ৬ দিন পর মাটিচাপা দেওয়া শিশু রিফাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলার জয়রামপুর এলাকা থেকে মিরাজ নামে এক যুবককে আটক করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বড়গ্রাম ইউনিয়নের নরকোনা মধ্যপাড়া গ্রামের একটি সরিষা খেতের মাঝখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত রিফাত উপজেলার কাতলসার গ্রামের মফিজুল ইসলামের ছেলে ও কাতলসার শহিদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ জানায়, রিফাত গত ২৭ জানুয়ারি ভ্যানগাড়ি নিয়ে বের হয়। এর পর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে গত ২৯ জানুয়ারি বড় ভাই আরিফ বাদী হয়ে মুক্তাগাছা থানায় প্রাথমিক অভিযোগ করেন। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মিরাজ নামে এক যুবককে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে নরকোনা গ্রামের একটি সরিষা খেতের মাঝখান থেকে মাটি খুড়ে রিফাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ৮
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ জানান, রিফাতকে গলাকেটে হত্যা করে অটোভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। পরে লাশ গুমের উদ্দেশ্যে বস্তায় ভরে সরিষা খেতে গর্ত করে মাটিচাপা দিয়ে রাখে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই পুলিশ অনুসন্ধানে নামে। একজনকে আটকের পর তার দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে পিবিআইসহ পুলিশের বিভিন্ন সংস্থা কাজ করছে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতেল পাঠিয়েছে বলেও জানান তিনি।