ময়মনসিংহ সদর আসনে নির্বাচনের অস্থায়ী ক্যাম্প স্থাপন করাকে কেন্দ্র করে মারামারিতে রফিকুল ইসলাম (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯টায় জেরার সদর উপজেলার চরভবানীপুর কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রামে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসি আহত
নিহত রফিকুল ওই এলাকার নূর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, এলাকার কয়েকজন মিলে কোনাপাড়া গ্রামের হোতারবাড়ি মোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের পক্ষের একটি ক্যাম্প স্থাপন করে। ক্যাম্পটি নিজেদের নিয়ন্ত্রণে রাখে রফিকের ছোট ভাই ফারুক হোসেন ও অপর ভাই ওয়াজ উদ্দিনের ছেলে জাকির হোসেন রাজু ও আরিফুল ইসলাম সাজু।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৩৭ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা
মঙ্গলবার সন্ধ্যার পর রফিকুল ওই ক্যাম্পে গেলে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে ফারুক। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হলে রফিকুল মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে রিক্তা আক্তার রাতেই চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।
নিহতের মেয়ে রিক্তা আক্তার বলেন, আমার চাচাদের সঙ্গে বাবার জমি নিয়ে বিরোধ ছিল। আগেও বাবাকে চাচা ফারুক মারধর করেছে। মঙ্গলবার রাতে নির্বাচনী ক্যাম্পে গেলে কোনো কারণ ছাড়াই আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে।
আরও পড়ুন: অভিমানে বাড়ি ছেড়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদের মধ্যে জমি নিয়ে পূর্বশত্রুতা ছিল। একই প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের দখল নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনাটি ঘটে। আহত অবস্থায় উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও বলেন, মামলার চার নম্বর আসামি রাজু ও সাজুর মা মর্জিনা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: মাগুরায় আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ২