যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার জব্দের দাবি করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (১০ মে) দুপুর ২টার দিকে ২১ বিজিবি ব্যাটালিয়ানের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার খলশী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)।
আরও পড়ুন: উখিয়ায় ১২০ কোটি টাকা মূল্যের ‘আইস’ জব্দ, আটক ৪: র্যাব
খুলনায় ২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন শার্শার পাচভূলট সীমান্ত পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে একটি সাদা রঙের প্রাইভেট কার সীমান্তের দিকে আসতে দেখে প্রাইভেটকারটিকে থামার সংকেত দেয় বিজিবি। কিন্তু বিজিবির থামার সংকেত অমান্য করে প্রাইভেটকারটি পালানোর চেষ্টাকালে ধাওয়া করে প্রাইভেটকারটিকে আটক করে বিজিবি।
তিনি আরও বলেন, এ সময় প্রাইভেটকারে থাকা দুই স্বর্ণ পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে প্যান্টের মধ্যে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় দুই কেজি ৩০০ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ৯৪ লাখ ১২ হাজার টাকা।
আটকদের থানায় মামলা দিয়ে হস্তান্তরসহ জব্দ স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।