যশোরে সেন্টমার্টিন পরিবহণের একটি বাস উল্টে দুইজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।
সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের যশোর সদর উপজেলার তারাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে কর্মজীবী-শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত
নিহতদের একজন বাসযাত্রী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আছান আলীর ছেলে হাশেম আলী।
অন্যজন বাসটির সুপারভাইজার। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
আহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সাতক্ষীরার দেবভাটার নোয়ারচর গ্রামের মৃত জগদীশ মন্ডলের ছেলে শ্রী প্রদীপ কুমার, কালিগঞ্জ উপজেলার কাজলা গ্রামের নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় জেলাগুলোতে নিহত ৭