যশোরের কেশবপুরে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মজিদপুর গ্রামের ঋষিপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত চঞ্চল দাস (২৫) কেশবপুরের একটি সেলুনে কাজ করতেন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ির পাশে একটি কলাবাগানে চঞ্চলের চিৎকারে শুনে সেখানে গিয়ে তাকে গলা ও পেট কাটা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরও পড়ুন: ঘুমন্ত শ্বাশুড়িকে গলা কেটে হত্যা, পুত্রবধূ আটক
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরও পড়ুন: বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ
নিহত চঞ্চলের বাবা কার্তিক দাসের অভিযোগ, পাড়ার এক ব্যক্তির সঙ্গে তাদের নারী নির্যাতনের একটি মামলা চলছিল। মামলা নিয়ে বিরোধের কারণে তার ছেলে খুন হয়েছে বলে জানান তিনি।