সকাল ৭টার দিকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক নেতাসহ নিহত ৪
ঘটনার পর পরই নানিয়ারচর সেনা জোন, বিজিবি, ফায়ার সার্ভিস, যৌথ বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টরা চালকসহ তিনজনের মুত্যু নিশ্চিত করেছেন। বর্তমানে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কবির হোসেন জানান, ইটের কংক্রিট বোঝাই ট্রাকটি নানিয়ারচর যাওয়ার সময় দুঘর্টনার কবলে পড়ে। তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: ২০২০ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৭২৯ শ্রমিক: বিলস
দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান রাঙ্গামাটির জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী শাহে আরিফিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপশ রঞ্জন ঘোষ।
আরও পড়ুন: ২০২০ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫০
এ সময় তারা উদ্ধার কাজ পরিদর্শন করেন এবং ঘটনার খোঁজ খবর নেন। এছাড়া বেইলি ব্রিজটি যাতে দ্রুত মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা যায় তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন।