নারী শ্রমিকদের যৌন হয়রানির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করেছে সাভারের তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে মানববন্ধন করেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, সাভারের আশুলিয়ায় চীনা মালিকানাধীন রাইজিংটেক্স ফ্যাশন লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার প্রায়ই কারখানার নারী শ্রমিকদের যৌন হয়রানি করেন।
শ্রমিকরা ওই কর্মকর্তার শাস্তি দাবি করার পর কারখানা কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ না নেয়ায় ওই কর্মকর্তাই ১৩ নভেম্বর আবারও নারী শ্রমিকদের যৌন হয়রানি করেন।
আরও পড়ুন: পোশাক কারখানায় দিনে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে: বিজিএমইএ সভাপতি
পরে শ্রমিকরা প্রতিবাদ করলে কারখানা কর্তৃপক্ষ ৩২ শ্রমিককে চাকরিচ্যুত করে বলে জানান শ্রমিকরা।
আর তাই কারখানায় বিচার এবং চাকরি পুনর্বহালের দাবিতে শ্রমিকরা মানববন্ধন করেছেন বলে জানিয়েছেন জাতীয় গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।
আরও পড়ুন: মতিঝিলে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
পোশাক শিল্প উন্নয়ন তহবিলে ঋণের সুদের হার কমাল বাংলাদেশ ব্যাংক