রাজধানীতে অটোরিকশা দুর্ঘটনায় ৭ বছর বয়সী এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। বুধবার কদমতলীতে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী মারিয়া আক্তার জুরাইনের মো. জুলফিকারের মেয়ে এবং আশরাফ আলী মাস্টার স্কুলের ছাত্রী।
কদমতলী থানার উপপরিদর্শক মাবুবুল হক বলেন, অটোরিকশাটি আয়েশা সিদ্দিকিয়া মহিলা মাদরাসার সাত বছর বয়সী শিক্ষার্থী মারিয়া ও ফাইজাকে ধাক্কা দিয়ে আহত করে ফেলে রেখে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনাটির পর উত্তেজিত জনতা অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দেয়। ফলে ওই এলাকায় আধা ঘন্টা যানচলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।
পুলিশ অটোরিকশা চালককে আটক করেছে বলেও জানান তিনি।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মারিয়া ও ফাইজাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৭৩৯: প্রতিবেদন
সড়ক দুর্ঘটনা: চট্টগ্রামে আ.লীগের দুই নেতার মুত্যু
ভারতে সড়ক দুর্ঘটনায় ৬ তীর্থযাত্রী নিহত, আহত ২০