রাজবাড়ীতে মাদক কেনাবেচার দায়ে মো. আশরাফুল ইসলাম দুলাল ও মো. আ. আলীম নামে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি ধারায় ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রংপুরে বন্ধুকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
রবিবার দুপুরে রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১, অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার এ রায় দেন।
আসামিরা হলেন- কুষ্টিয়া জেলার বটতৈল মসজিদপাড়া গ্রামের মৃত আবজাল উদ্দিন খোকা মিয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম দুলাল এবং বটতৈল মোড় পাড়া মো. সিরাজ খাঁয়ের ছেলে মো. আ. আলীম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১১ সালের ৫ ডিসেম্বর এসআই আবু সায়েম ও তার ফোর্স গোয়ালন্দ পদ্মার মোড় স্থান থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।
এসময় চালকসহ দুইজনকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে পুলিশ বাদী হয়ে গেয়ালন্দ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে।
পরে বিজ্ঞ দায়রা জজ আদালত ২০১২ সালের ১৫ মার্চ আশরাফুল ও আলীমের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ও ৩(খ) ধারায় অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করেন।
দীর্ঘ শুনানি শেষে রবিবার আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আরও পড়ুন: জয়পুরহাটে কৃষক বুলু মিয়া হত্যায় ৩ জনের যাবজ্জীবন