খুলনার রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভেল কোম্পানি থেকে কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত প্রায় ১২০০ কেজি লোহার সামগ্রী চুরি অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৬ জানুয়ারি) বিকালে খুলনার বটিয়াঘাটা থানার কাতিয়ানাংলা এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়।এ সেময় তার কাছ থেকে চুরি যাওয়া ৩১১ কেজি লোহার সরঞ্জাম ও চোরাই কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়।
আরও পড়ুন: মতিঝিলে সাড়ে ৪৮ কেজি গাঁজা জব্দ, যুবক আটক
গ্রেপ্তার রাজু রায় (২৮) জেলার দাকোপ থানার খলিসা গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ জানায়, ১৫ জানুয়ারি রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানি থেকে কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত প্রায় ১২০০ কেজি লোহার সামগ্রী চুরি হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ১০ হাজার টাকা।
এ ঘটনায় ভেল কোম্পানির সাইট ইনচার্জ অধিনায়ক র্যাব-৬, খুলনা এর কাছে একটি অভিযোগ দায়ের করেন।
এ অভিযোগের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল তদন্ত শুরু করে। পরে চুরিকৃত মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়।
এছাড়া গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে রামপাল তাপবিদ্যুৎ কোম্পানির ভেল কোম্পানির সিকিউরিটি সুপারভাইজার র্যাবের সহযোগীতায় বাদী হয়ে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২