চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেন আসার সময় একটি পিকআপ (মিনি ট্রাক) রেললাইনে উঠে গেলে সোনার বাংলা ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে মুচড়ে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১২ টার সময় উপজেলার ইয়াকুব নগর এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: আবারও ট্রেন লাইচ্যুত: খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী সোনার বাংলা এক্সপ্রেসের সাথে রেললাইনে উঠে যাওয়া ‘মুনতাসির পরিবহন’ নামে একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে পিকআপটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: বাংলাদেশ রেলে নিয়োগ: ২৩৫ চাকরি পদ
জিআরপি পুলিশ জানায় ‘দুপুর পৌনে ১২টার দিকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী পিকআপের সংঘর্ষ হয়। ১২টা ১৫ মিনিটের দিকে ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তারা মালবাহী পিকআপটি জব্দ করেছে। তবে এর ড্রাইভার পলাতক রয়েছে।
আরও পড়ুন: মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা শুরু
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইয়াকুব নগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেসের সাথে পিকআপের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে সেখানে থানা পুলিশের একটি টিম গেছে। তবে কোন হতাহতের কোন খবর পাওয়া যায়নি।