সচিবালয়ে সাড়ে পাঁচ ঘণ্টা আটক রেখে সাংবাদিক রোজিনা ইসলামকে ‘হেনস্তা’ করা ও তার উপরে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে পিরোজপুরের সংবাদ কর্মীরা।
বুধবার সকাল ১১টায় শহরের টাউন ক্লাব সড়কে পিরোজপুর প্রেসক্লাব আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: প্রথম আলোর সাংবাদিক রোজিনাকে কারাগারে পাঠিয়েছে আদালত
এ সময় বক্তারা বলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম একজন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী রিপোর্টার। স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাকে ৬ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে তার নামে মিথ্যা মামলা দেয়া হয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সাংবাদিকদের মানবন্ধন
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে রোজিনা ইসলামের উপরে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। রোজিনা ইসলামকে মিথ্যা নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করা না হলে সারা দেশের ন্যায় পিরোজপুরেও কঠোর অবস্থান নেবে সাংবাদিকরা।
আরও পড়ুন: সাংবাদিক রোজিনার মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে টিআইবি
পিরোজপুরে প্রেসক্লাবের আহ্বায়ক গৌতম নারায়ন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচীব এসএম রেজাউল ইসলাম শামীমের পরিচালনায় মানববন্ধনে প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম, সাবেক সভাপতি একে আজাদ, সাবেক সভাপতি এমএ রব্বানী ফিরোজ, সাবেক সভাপতি জহিরুল হক টিটু, সমকালের প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, বাংলাদেশ প্রতিদিনের এসএম তানভীর আহম্মেদ, আমাদের সময় প্রতিনিধি খালিদ আবু, বিডিনিউজ২৪.কম এর মো. হাসিবুল হাসান প্রমুখ বক্তব্য দেন।