অফিসিয়াল সিক্রেসি আইনের আওতায় গ্রেপ্তারকৃত প্রথম আলো পত্রিকার সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামের অনতিবিলম্বে এবং বিনাশর্তে মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বুধবার সকালে বিভিন্ন সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকেরা রোজিনা ইসলামকে হয়রানির বিচার দাবি করেন।
আরও পড়ুন: সাংবাদিক রোজিনার মুক্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে টিআইবি
ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, সচিবালয় রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ আলোকচিত্র সাংবাদিক সমিতি সহ অন্যান্য সংগঠন এই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন থেকে রোজিনা ইসলামের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহরেরও দাবি জানানো হয়।
এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি নিজ কার্যালয়ের সামনে একই দাবিতে প্রতিবাদ সমাবেশ করে।
আরও পড়ুন: প্রথম আলোর সাংবাদিক রোজিনাকে কারাগারে পাঠিয়েছে আদালত
উল্লেখ্য, অবৈধভাবে ‘সরকারি নথি সংগ্রহের চেষ্টা এবং তার ছবি তোলার’ অভিযোগে সোমবার প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে গ্রেপ্তার করা হয়।
কিন্তু গ্রেপ্তার হওয়া সাংবাদিক রোজিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। আটক হবার পরপরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে সচিবালয়ে নির্যাতন করা হয়েছে।’
রমনা বিভাগের এডিসি হারুন উর রশিদ জানান, রোজিনা ইসলামের বিরুদ্ধে ৩৭৯, ৪১১ ধারা এবং অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট এ মামলা হয়েছে।
আরও পড়ুন: প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা গ্রেপ্তার
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানী রাতে শাহবাগ থানায় মামলা করেন।
মঙ্গলবার সকালে সাংবাদিক রোজিনাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে, তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। বৃহস্পতিবার তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩৪ লাখে
অভিযোগ আছে, ঘটনার দিন সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে রাত পৌনে ১০টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়।