কঠোর লকডাউনের প্রথম দিনে সিলেট নগরী ও সিলেটের বিভিন্ন উপজেলায় ২২০টি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে ২ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় লকডাউন কার্যকর করতে এসব অভিযান পরিচালনা করে সিলেটের প্রশাসন ও পুলিশ।
আরও পড়ুনঃ করোনা: খুলনায় অক্সিজেন সিলিন্ডারের তীব্র সংকট
জানা গেছে, সিলেট প্রশাসনের উদ্যোগে যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে বৃহস্পতিবার সারাদিন ব্যাপী সিলেট মহানগর ও সকল উপজেলায় ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ১৭২ টি মামলা ও ২ লাখ ৬শ’ টাকা জরিমানা করা হয়। কোর্ট পরিচালনা কাজে সার্বিক সহায়তা করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, আনসার ও বিজিবি সদস্যরা।
এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত এসএমপির বিভিন্ন স্থানে এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে সর্বমোট ২৫ জনকে ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
আরও পড়ুনঃ লকডাউন লঙ্ঘন: ঢাকায় গ্রেপ্তার ৫৫০
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ৯ টি, মোটরসাইকেল ৩০টি, প্রাইভেট কার ২টি ও অন্যান্য ৭ টি মামলাসহ সর্বমোট ৪৮টি মামলা করা হয়। এবং সিএনজি অটোরিকশা ১৮ টি, মোটরসাইকেল ৫৯টি, প্রাইভেট কার ৩ টি, অন্যান্য ২৪টি সহ মোট ১০৪ টি গাড়ি জব্দ করে পুলিশ।