লালমনিরহাটের কালীগঞ্জে স্বামীর নির্যাতনে তাহমিনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গৃহবধূ তাহমিনা কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক শিয়ালখোওয়া এলাকার তাহের আলীর মেয়ে।
আরও পড়ুন: খুলনায় ‘যৌন হয়রানির’ অভিযোগে সহকারী শিক্ষক বরখাস্ত
তাহমিনার স্বামী আলমগীর হোসেনে একই উপজেলার মহিশামুড়ি (মাস্টার মোড়) এলাকার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, তাহমিনা আলমগীরের তৃতীয় স্ত্রী। তাহমিনা তার বাবার বাড়িতে থাকায় আলমগীর শ্বশুর বাড়িতে যান। সেখানে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীর গাছের ডাল দিয়ে তাহমিনাকে আঘাত করেন। এ সময় তার মাথা ফেটে গিয়ে অজ্ঞান হয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রীর মৃত্যু হয়। তখন থেকে আলমগীর হোসেন পলাতক রয়েছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় শুক্রবার একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মাইকে ৭ মার্চের ভাষণ বন্ধ, কটূক্তির অভিযোগে শিক্ষক আটক
খুলনায় তরুণীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা