লালমনিরহাটে স্ত্রীকে হত্যার অভিযোগে আটকের কয়েক ঘণ্টা পর থানায় পুলিশ হেফাজতে হিমাংশু রায়ের মৃত্যুর ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার রাতে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট পুলিশের এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মারুফা জামানকে প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ও কোর্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।
আরও পড়ুন: স্ত্রীর মৃত্যুতে আটক, পুলিশ হেফাজতে স্বামীর মৃত্যু
তিনি জানান, ওই কমিটি তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।
পুলিশ সুপার বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য আটক হিমাংশু রায়ের আত্মহত্যার কারণ জানতে ও ওই ঘটনায় পুলিশের দায়িত্ব পালনে কোনো অবহেলা ছিল কি না তা দেখতে জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: পুলিশ হেফাজতে মৃত্যু: ৩ সদস্যের যাবজ্জীবন
প্রসঙ্গত, গত শুক্রবার সকালে স্ত্রীকে হত্যার অভিযোগে আটকের কয়েক ঘণ্টা পর লালমনিরহাট জেলায় ৩৪ বছর বয়সী হিমাংশু রায় পুলিশ হেফাজতে মারা যান। তবে পুলিশের দাবি, বিশ্বেশ্বর রায়ের ছেলে হিমাংশু চন্দ্র থানার ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।